মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং-এর কি কি কাজ করা যায় ২০২২ । ফ্রিল্যান্সিং শিখবো - বাংলা ব্লগ
সবার মনে একটা কমন প্রশ্ন আসে যে সেটা হচ্ছে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা? মোবাইল দিয়ে অনলাইন থেকে আয় করা যায় কিনা? ডিজিটাল মার্কেটিং এর সব কাজগুলো চাইলেই মোবাইল দিয়ে করা সম্ভব না। তবে কিছু কাজ মোবাইল দিয়ে করা সম্ভব সেটা কি কি সেগুলো আজকে আমি আপনাদের জানাব
মোবাইল দিয়ে কি কি কাজ করা সম্ভব?
প্রথমত চাইলে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন মোবাইল দিয়ে। সেটা হতে পারে কোন কোম্পানির ফেসবুক পেজের মেসেজের রিপ্লাই করতে পারেন। ছোটখাটো পোস্ট দিতে পারেন। একটা ছবি পোস্ট করতে পারেন। প্রোডাক্টের ছবি লিংক শেয়ার করতে পারেন। এই কাজগুলো আপনি চাইলে যে কোন কোম্পানিই হোক মা কেন, মোবাইল দিয়েই এই কাজ গুলো করতে পারেন। সেটা হতে পারে লোকাল কোম্পানি, হতে পারে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের কোম্পানি।
(Digital Marketing)
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং-এর কি কি কাজ করা সম্ভব?
এরপর যেটা করতে পারেন সেটা হচ্ছে কনটেন্ট রাইটিং। আর্টিকেল রাইটিং আপনি মোবাইল দিয়েই করতে পারেন। সেটা বাংলা- ইংলিশ যেকোনো আর্টিকেল। আপনি চাইলেই মোবাইল দিয়ে এই কাজ গুলো করতে পারেন। আর্টিকেল রাইটিং-এর জন্য keyword resource মোবাইল দিয়েই করতে পারবেন। (SEO - Searce Engine Optimization)
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং-এর কি কি কাজ করা সম্ভব?
বেসিক লেভেলের কিছু গ্রাফিক ডিজাইন মোবাইল দিয়ে করা সম্ভব। যে কোন ছবি হালকা ধরনের Retouching, একটু Brightness বাড়ানো, ছবির উপর একটা ছোটখাটো লেখা এসব কাজগুলো মোবাইল দিয়ে করা সম্ভব। আপনি চাইলে এগুলো মোবাইল দিয়ে খুব সহজেই করতে পারবেন। ধরেন, আপনার কাস্টমার আপনাকে কল দিলে কথা বলতে হবে অথবা কাস্টমার কে আপনি ফোন দিয়ে প্রোডাক্টের এভরিথিং দিতে হবে। এই কাজগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারেন।
ই-মেইলে রিপ্লাই দিতে পারবেন। অর্থাৎ আপনার কোম্পানির ইমেইলটা আপনাকে Access দেওয়া হবে । কেউ কিছু জানতে চাইলে আপনি সেই মেইলের উত্তর দেবেন। এই কাজগুলো আপনি মোবাইল দিয়েই করতে পারেন। অথবা ছোটখাটো একটা কাস্টমারের লিস্টিং, এগুলো আপনি Excel App দিয়েই করবেন। বেসিক লেভেলের কিছু ভিডিও এডিটিং করা যায় মোবাইল দিয়ে। কয়েকটা ভিডিও কেটে কেটে সবগুলো একত্র করা, Background Sound বাড়ানো কমানো, Zoom করা। এই কাজগুলো মোবাইল দিয়ে করা সম্ভব।
মোবাইল দিয়ে ভিডিও এডিটিং-এর সেরা Apps
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং-এর কি কি কাজ করা সম্ভব?
এরপর আপনি করতে পারেন form বা blog post এবং commenting. হঠাৎ কোনো কাস্টমার টপিক দিল, এই টপিকের উপর কেউ যদি পোস্ট করে ফোরামে বা ব্লগে সেখানে কমেন্টে আপনি তাদের link placement করবেন। Backlinking এর কাজ গুলো মোবাইল দিয়ে করা সম্ভব।
ফোরাম এবং ব্লগে পোস্টিং এর কাজ এগুলো মোবাইল দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে করা সম্ভব।
এরপর আমরা জানবো যে কোন কাজগুলো করা ঠিক না। আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখি যে, ক্লিক দিলে 10 টাকা, এক ক্লিকে 5 টাকা অথবা ভিডিও দেখলেই টাকা। এই কাজগুলো করা যাবে না। ক্লিক করলে এরকম যদি টাকা পাওয়া যেত তাহলে বিল গেটস কোম্পানি বন্ধ করে দিয়ে শুধু বসে বসে ক্লিক করতো । মনে রাখবেন যে 99 শতাংশ সম্ভাবনা এসব ভুয়া।
বিকাশের অনেকগুলো অ্যাড মাঝেমধ্যে আসে যে, আমি এইমাত্র বিকাশে পাঁচশো টাকা ইনকাম করলাম। তারপরে অনেকে কমেন্ট করে যে আপনি ইনকাম করতে চাইলে এই লিংকে ক্লিক করুন। আপনি যখন লিংকে ক্লিক করবেন দেখবেন যে, সেখানে আপনাকে এই পোস্ট করতে বলা হয়েছে। এখন আপনি আরও 10 জায়গায় পোস্ট করেন যে, আমি ইনকাম করলাম।
আপনিও ইনকাম না করে পোস্ট করলেন, আপনি যার পোস্ট দেখেছেন সেও ইনকাম না করে পোস্ট করল। তো এই কাজগুলো করা যাবে না। বিকাশ কোম্পানির এত বেশি টাকা না যে সবাইকে 500 টাকা করে দিয়ে দিবে, শুধু শুধু কোন কারণ ছাড়া। এসব ১০০% ভুয়া। বিকাশ এর অফিশিয়াল যদি কোনো ক্যাশব্যাক বা কোন অফার থাকে সেটা আপনি ফেসবুক থেকে বিকাশের পেইজে ঢুকলেই পেয়ে যাবেন, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কোম্পানি শুধু শুধু কখনোই কোনো ধরনের টাকা দিয়ে থাকে না।
আশা করি ভালো লেগেছে,
যদি ভালো লাগে তাহলে আমার অন্যান্য আর্টিকেল গুলো পড়বেন এবং অবশ্যই কমেন্ট করবেন ।
যেকোনো বিষয়ে জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন।
ধন্যবাদ আর্টিকলটা পড়ার জন্য।